সাড়ে আট লাখ ভুয়া ভিডিও সরিয়েছে টিকটক

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৩৫  
ভুয়া তথ্য রোধে কঠোর অবস্থানে রয়েছে টিকটক। শর্ট ভিডিও সেবাটি নানা সমালোচনার ভিড়েও নিজেদেরকে সামলে রাখতে জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পর্কিত প্রায় সাড়ে তিন লাখ ভুয়া ভিডিও সরিয়েছে টিকটক। কোম্পানির সর্বশেষ রিপোর্টে জানা গেছে, সর্বমোট প্রায় সাড়ে আট লাখ সরানো ভিডিওগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও করোনাভাইরাস সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তবে অধিকাংশই ছিলো নির্বাচনকে ঘিরে। নির্বাচত সম্পর্কিত ভিডিওর পাশাপাশি আরও চার লাখ ৪১ হাজার ক্লিপ সরিয়েছে টিকটক, যেগুলো তৃতীয় পক্ষে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। এসব ক্লিপে অপ্রমাণিত বিষয়কে সত্য হিসেবে দাবি করা হয়েছে। একইসময়ে ৫১ হাজার ৫০৫টি ভিডিও সরানো হয়েছে কোভিড-১৯ সম্পর্কে ভুল তথ্য প্রকাশের জন্য। টিকটক জানিয়েছে, ৮৭ শতাংশ ক্লিপ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই সরানো হয়েছে। এছাড়া যখন এসব ভিডিও সরানো হয় তখন ৭১ শতাংশেরই কোনো ভিউ ছিলো না। ডিবিটেক/বিএমটি